Friday, June 28, 2024

বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা কর

ভূমিকাঃ প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমির দেশ এই বাংলা। সবুজ প্রান্তর, মনোরম উদার মাঠ, বহু বিচিত্র ফুলফল লতাপাতায় সমৃদ্ধ এই দেশ । অসংখ্য নদী ও জলপথ, আকাশে মেঘের মেলা, ঝড়, বৃষ্টি, বজ্রপাত, প্লাবন সবকিছু মিলিয়ে প্রকৃতি বাংলাকে দান করেছে এক অপূর্ব সৌন্দর্য ভাণ্ডার । প্রকৃতির সৌন্দর্যের এই বিপুল সম্পদ বাংলায় কবিতা, সাহিত্য, সঙ্গীত, নৃত্য ও শিল্পকলার সমৃদ্ধির অফুরন্ত প্রাণ । তাইতো বাংলার ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্য এখানকার ইতিহাসের ধারাকে বহুলাংশে নিয়ন্ত্রিত করেছে । প্রাকৃতিক বৈশিষ্ট্যই বাংলার অধিবাসীদের খাদ্য, পরিচ্ছদ ও বাসস্থানের স্বরূপ নির্ধারণ করেছে । বাংলার নদ-নদী কাজ করেছে এর প্রতিরক্ষা ব্যূহ হিচাবে ।

বাংলার ইতিহাসে ভৌগোলিক উপকরণের প্রভাব : বাংলার আর্থ- সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে এর ভৌগোলিক উপকরণের নানামুখী প্রভাব পড়েছে । যেমন—

১. রাজনীতির উপর ভূ-প্রকৃতির প্রভাবঃ
বাংলার রাজনৈতিক ইতিহাসের উপর এর ভৌগোলিক উপকরণের নানামুখী
প্রভাব পড়েছে । যেমন-

(ক) প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যুহঃ
 বাংলার নদ-নদী, খালবিল, ও জলাভূমিসমূহ এর সামরিক প্রতিরক্ষা ব্যূহের ন্যায় কাজ করতো । গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানন্দা, কুশী ও তাদের অসংখ্য উপনদী এবং শাখা-প্রশাখাগুলো অতিক্রম করা সেই যুগে একটি শত্রু বাহিনীর পক্ষে সহজসাধ্য ছিল না । তাইতো বাংলার একটি ক্ষুদ্র বাহিনী উত্তর সীমান্তের প্রবেশদ্বারে একটি বিরাট শত্রু বাহিনীকেও ঠেকিয়ে রাখতে পারত ।

(খ) নৌবাহিনী গঠনে  ভূ-প্রকৃতির প্রভাবঃ
বাংলার চতুর্দিকে নদ-নদী ও জলবেষ্টিত হওয়ায় বাঙালিরা স্বভাবতই নৌচালনায় ও নৌযুদ্ধে পারদর্শী হয়ে উঠেছিল । ফলে বাংলার প্রতিটি মানুষই একজন নৌসেনার মতো দায়িত্ব পালন করতে পারত। ঐতিহসিক মিনহাজের মতে, গিয়াসউদ্দিন ইওয়াজ খলজিই সর্বপ্রথম কিছু সংখ্যক রণতরী নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে নৌবাহিনী গঠন করেন ।

(গ) বাংলার স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে প্রভাবঃ  
প্রাকৃতিক প্রতিবন্ধকতার আশ্রয় নিয়ে এবং ভৌগোলিক ও তথাকথিত খারাপ আবহাওয়ার সুযোগে এর শাসনকর্তাগণ সহজেই দিল্লির আধিপত্য অগ্রাহ্য করে প্রদেশে স্বাধীনতা ঘোষণা করতে সক্ষম হতেন । উদাহরণস্বরূপ বলা যায় ঈসা খাঁর মতো একজন জমিদার সম্রাট আকবরের ন্যায় প্রতাপশালী বাদশাহের বাহিনীকে ঠেকিয়ে বাংলার স্বাধীনতা বজায় রেখেছিল ।

২.আর্থ-সামাজিক ক্ষেত্রে ভৌগোলিক উপকরণের  ভূ-প্রকৃতির প্রভাবঃ
নিম্ন বাংলার আর্থ-সামাজিক ক্ষেত্রে এর ভৌগোলিক উপকরণের প্রভাব বর্ণনা করা হলো :

(ক) আচার-আচরণের উপর প্রভাবঃ
বাংলার মৃদু ও নাতিশীতোষ্ণ জলবায়ু প্রকৃতিগতভাবে বাঙালি অধিবাসীদেরকে করেছে শান্ত প্রকৃতির এবং অমায়িক । গ্ধি কোমল অন্তঃকরণের চমৎকার আবেগময়তা তাদের পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ককে করেছে মধুময় ।

(খ) খাদ্য, পরিচ্ছদ ও বাসস্থানের উপর  ভূ-প্রকৃতির প্রভাবঃ
ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্যই বাংলার অধিবাসীদের খাদ্য, পরিচ্ছদ ও বাসস্থানের স্বরূপ নির্ধারণ করেছে । নদ-নদী ও খালবিলের মাধ্যমে জলসেচের সুবিধার কারণে বাংলায় জন্মায় প্রচুর ধান আর নদ-নদীতে পাওয়া যায় প্রচুর মাছ । তাই বাংলার অধিবাসীদের প্রধান খাদ্য ভাত- মাছ । ঘর-বাড়ি তথা বাসস্থান প্রাকৃতিক প্রতিকূলতার দিকে লক্ষ করেই তৈরি করা হয়।

(গ) প্রাকৃতিক উত্থান-পতনঃ
নদ-নদীর ফলে বাংলায় যেমন অসংখ্য নগর-বন্দর গড়ে উঠেছে । আবার নদী ভাঙার ফলে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বহু সমৃদ্ধ নগর, বন্দর, রাজধানী ও রাজ্যপাট প্রভৃতি । তাইতো একটি মুর্শিদি গান বলে—
‘একুল ভাঙ্গে ওকুল গড়ে
এইতো নদীর খেলা
সকালবেলা আমীর যে ভাই, ফকীর সন্ধ্যাবেলা
এইতো নদীর খেলা।’

(ঘ) শ্রমের উপর  ভূ-প্রকৃতির প্রভাবঃ
বাংলার জনগণ একাধারে শ্রমবিমুখ ও সংগ্রামশীল। এখানে বিনা কসরতে প্রচুর খাদ্যশস্য ও মাছ পাওয়া যায় বলে বাংলার জনগণ হয়ে উঠে কর্মবিমুখ। পক্ষান্তরে বর্ষাকাল, বন্যা, ঝড়-ঝঞ্ঝা ও নদীর ভাঙা-গড়ার সাথে লড়াই করে মানুষকে বেঁচে থাকতে হয় বলে বাঙালিরা হয়ে উঠে সংগ্রামশীল।

(ঙ) ব্যবসা-বাণিজ্যের প্রসারঃ
বাংলায় নদীপথে যাতায়াত সহজ ও সুলভ ছিল। এ কারণে প্রদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার হয়েছিল এবং শিল্পজাত দ্রব্য বৃদ্ধি পেয়েছিল। নদীপথে প্রদেশের যেকোনো অঞ্চল থেকে সমুদ্রে যাতায়াত সম্ভব ছিল বিধায় ব্যাপক রপ্তানি বাণিজ্য সৃষ্টি হয়েছিল।

৩. সাংস্কৃতিক ক্ষেত্রে  ভূ-প্রকৃতির প্রভাবঃ
মেঘমালা, নদ-নদী, সবুজ-শ্যামল বনভূমি, শস্য-শ্যামল মাঠ ও ফলমূলকে কেন্দ্র করেই রচিত হয়েছে বাংলার শ্রেষ্ঠ কাব্য ও রচনা। কৃষকদের ধান কাটা, জেলেদের নদীতে মাছধরা, গায়ের মেয়ে ও বধূদের কলসী কাঁখে নদীতে যাওয়া ও পানি নিয়ে চলা এমনি ধরনের বিষয়বস্তু তাদের নৃত্য শিল্পকে সমৃদ্ধিশালী করে তুলেছে। নদীর জোয়ার ভাটা থেকে প্রেরণা পেয়ে সৃষ্টি হয়েছে ভাটিয়ালি সুর।
৪. ধর্মীয় জীবনে  ভূ-প্রকৃতির প্রভাব
প্রকৃতি বাঙালির অন্তরে গভীর ধর্মীয় বোধের সৃষ্টি করেছে। বাংলার জনসাধারণের মন মরমিবাদ দ্বারা সহজেই অনুপ্রাণিত হয় । বাঙালি হিন্দুদের ধর্মীয় বিশ্বাস, প্রধান প্রধান উৎসব ও অনুষ্ঠান মূলত প্রকৃতির প্রভাব থেকেই উদ্ভূত হয়েছে। মৌসুমি আবহাওয়ার খাম খেয়ালিপনা এবং এর উপর শস্য ও জীবিকার নির্ভরশীলতা তাদেরকে পরম সত্যের প্রতি আস্থাবান ও অতি প্রাকৃতিক শক্তিতে বিশ্বাসী করেছে। হিন্দুদের কালী ও দুর্গা দেবীর ধারণার জন্ম হয়েছে মানুষের জীবনে রুদ্র প্রকৃতির কার্যকলাপের ফলে।

উপসংহারঃ
পরিশেষে বলা যায় যে, ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্য বাংলাদেশের ইতিহাসের ধারাকে বহুলাংশে নিয়ন্ত্রিত করেছে। পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া, মেঘনা প্রভৃতি অসংখ্য নদীনালা বাংলার ভূমিকে করেছে উর্বর এবং অধিবাসীদেরকে করেছে সম্পদশালী। প্রকৃতি এখানকার মানুষকে করেছে সংস্কৃতিমনা। বাংলার প্রকৃতি তার বিচিত্ররূপ ও লহরি নিয়ে একাধারে আনন্দ ও বিষাদ, করুণা ও নিষ্ঠুরতা, ধ্বংস ও সৃষ্টির মাধ্যমে মানুষের হৃদয়ে চিন্তা ও ভাবনার সম্পদ যুগিয়ে এসেছে সর্বকালে ও সকল যুগে।
 
 

বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা কর -- মোঃ হেলাল উদ্দিন

No comments:

Post a Comment