Friday, April 2, 2021

সক্রেটিসের চিন্তাধারার/রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য

"Virtue is knowledge" অর্থাৎ সদগুণইজ্ঞান- এই ছিল সক্রেটিসের চিন্তাধারা বা তার দর্শনের মূল ভিত্তি। তিনি মনে করতেন না যে, সফিস্টদের সব চিন্তা সঠিক। বরং তিনি তার যুক্তির মাধ্যমে সকল বিষয়ে প্রমাণসহ সঠিক তথ্য উপস্থাপন করতেন। সক্রেটিসের চিন্তাধারার যে সকল বৈশিষ্ট্য পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো-
 
১) জ্ঞানঃ সক্রেটিসের চিন্তা চেতনা এবং দর্শনের মূল ভিত্তি ছিল 'সদগুণই জ্ঞান'। সক্রেটিসের ভাষায়, Virtue is knowledge and knowledge is the displacer of loom of darkness. It eats into the vitality; out of vitality comes morality and goodness. সক্রেটিস জ্ঞানকে দুই ভাগে ভাগ করেছেন। যথা- প্রচলিত বিশ্বাস ও প্রকৃত জ্ঞান।
 
২) ধর্মঃ 'জ্ঞানই ধর্ম' সক্রেটিস এই মতে বিশ্বাসী ছিলেন। তার মতে, ধর্ম প্রকৃত জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। ধর্মও দুই ধরনের। যথা- লৌকিক ধর্ম এবং প্রকৃত ধর্ম। লৌকিক ধর্ম প্রচলিত প্রথার উপর প্রতিষ্ঠিত এবং প্রকৃত ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। প্রকৃত ধর্ম মানব কল্যাণের ধারক ও বাহক বলে সক্রেটিস মনে করতেন।
 
৩) পাপঃ সক্রেটিস বলেন, যেহেতু জ্ঞানই ধর্ম সেহেতু অজ্ঞানই পাপ। যদি কোন ব্যক্তি কোন কাজকে অন্যায় জেনেও তা করে তবে ঐ মানুষের ঐ ধরনের অন্যায় কাজের নামই পাপ। তবে যদি না জেনে কেউ অন্যায় কাজ করে তা অধর্ম হবে কিনা সেই প্রশ্নে বলা হয়, যে কোন অজ্ঞতাই পাপের জন্ম দেয়।
 
৪) শিক্ষাঃ শিক্ষা মানুষের জ্ঞানার্জনের একমাত্র পাথেয় এবং অর্জিত জ্ঞান চর্চার মাধ্যমে মানুষ নিজেকে জানতে সক্ষম হয়। আর এ জন্যই তিনি বলেন, Know thyself বা নিজেকে জানার একমাত্র পথ হচ্ছে শিক্ষা।
 
৫) আইনঃ সক্রেটিস তার রাষ্ট্রদর্শনে আইন সম্পর্কে বলেন, রাষ্ট্র ও শাসিত জনগণের স্বার্থে শাসকমন্ডলী কর্তৃক গৃহীত বা প্রণীত বিধি-বিধানই হচ্ছে আইন। তার মতে, সকলেরই আইন মান্য করা উচিত।
 
৬) যৌক্তিক জ্ঞানের গুরুত্বঃ সক্রেটিসের মতে, যৌক্তিক জ্ঞানই মানুষকে সৎপথে পরিচালিত হবার সকল নৈতিক শিক্ষা প্রদান করে। তাই এ ধরনের জ্ঞান লাভ করতে হলে অবশ্যই দর্শনশাস্ত্র অধ্যয়ন করতে হবে।
 
৭) সরকারি কর্মচারি নির্বাচনঃ সক্রেটিস মনে করতেন, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি সরকারি কর্মচারি নির্বাচিত হলে রাষ্ট্র, সরকার ও শাসিত জনগণ সবার জন্যই তা মঙ্গল।
 
৮) শাসন পরিষদঃ সক্রেটিসের মতে, যেহেতু শাসন পরিষদের দায়িত্ব শাসিত জনগণের নিরাপদ ও নিশ্চিত জীবনযাপনের ব্যবস্থা করা, সেহেতু শাসক পরিষদকে হতে হবে স্বার্থহীন এবং ন্যায়ের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস থাকতে হবে।
 
সক্রেটিসের চিন্তাধারায় যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা তৎকালীন এথেন্সে এবং পরবর্তীকালে অন্যান্য দেশের রাষ্ট্রচিন্তায় তার সুস্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয়।
 

  (মোঃ হেলাল উদ্দিন, ৩৩ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা)


No comments:

Post a Comment