রাষ্ট্র:
রাষ্ট্র হচ্ছে এমন এক জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে সুসংগঠিত সরকার গঠন করে স্বাধীনভাবে বসবাস করে।
অন্যভাবে বলা যায়, রাজনৈতিক সংগঠনের নির্দিষ্ট ভূখণ্ড, সুসংগঠিত সরকার, সার্বভৌম আধিপত্য এবং স্থায়ীভাবে বসবাসকারী জনসমষ্টি রয়েছে তাই রাষ্ট্র।
রাষ্ট্রের উপাদান:
রাষ্ট্রের প্রধান উপাদান চারটি। যথা-
১. স্থায়ী জনসমষ্টি,
২. নির্দিষ্ট ভূখণ্ড,
৩. সরকার এবং
৪. সার্বভৌমত্ব।
কল্যাণমূলক রাষ্ট্র:
যে রাষ্ট্রে প্রতিটি নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান,স্বাস্থ্য ও শিক্ষার সুবিধা প্রদান করে এবং বেকারত্ব, অসুস্থতা বা অন্যকোন কারণে জীবিকা অর্জনে ব্যর্থ হলে জনগণের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে।
বাংলাদেশ কি কল্যাণমূলক রাষ্ট্র:
অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অস্থিতিশীলতা দূর করে জনগণের সার্বিক কল্যাণ ও মুক্তির জন্য বাংলাদেশ সরকার সুদূরপ্রসারী কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে-
১. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন,
২. ব্যবসা-বাণিজ্যের প্রসার,
৩. শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়ন,
৪. অর্থনৈতিক উন্নয়ন,
৫. বিনা বেতনে শিক্ষা,
৬. বয়স্কভাতা প্রদান প্রভৃতি।
তবে কল্যাণমূলক রাষ্ট্রের সকল বৈশিষ্ট্য বিদ্যমান তা বলা যাবে না। কাজেই পুরোপুরিভাবে বাংলাদেশ এখনও কল্যাণমূলক রাষ্ট্র হয়ে উঠতে পারেনি- তবে সে প্রয়াস চলছে।
No comments:
Post a Comment