আইন, আইনের উৎস, শ্রেণি বিভাগ এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত আলোচনা
আইন:
আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সাধারণ নিয়ম, যা সরকার যথাযথ নির্দেশের মাধ্যমে চালু করে এবং এগুলো লঙ্ঘল হলে বল প্রয়োগ বা শাস্তি প্রদানের ব্যবস্থা করে তা কার্যকর করে থাকে।
আইনের উৎসসমূহ:
১. প্রথা,
২. ন্যায়বোধ,
৩. ধর্ম,
৪. বৈজ্ঞানিক আলোচনা,
৫. বিচারের রায়,
৬. আইনসভা,
৭. নির্বাহী ঘোষণা,
৮. সংবিধান ইত্যাদি।
আইনের প্রকারভেদ:
আইন প্রথমত দুই প্রকার। যথা-
১. জাতীয় আইন এবং
২. আন্তর্জাতিক আইন।
জাতীয় আইন আবার দুই প্রকার। যথা-
১. সরকারি আইন এবং
২. বেসরকারি আইন।
সরকারি আইনকে আবার তিনভাগে ভাগ করা হয়। যথা-
১. সাংবিধানিক আইন,
২. প্রশাসনিক আইন এবং
৩. ফৌজদারি আইন।
সাংবিধানিক আইনকে দুইভাগে ভাগ করা হয়। যথা-
১. লিখিত আইন এবং
২. অলিখিত আইন।
আন্তর্জাতিক আইন আবার দুই প্রকার। যথা-
১. ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন এবং
২. সরকারি আন্তর্জাতিক আইন।
সরকারি আন্তর্জাতিক আইনকে আবার তিনভাগে ভাগ করা হয়। যথা-
১. শান্তিসংক্রান্ত আইন,
২. যুদ্ধসংক্রান্ত আইন এবং
৩. নিরাপত্তা সংক্রান্ত আইন।
আন্তর্জাতিক আইন:
আন্তর্জাতিক আইন হলো কতকগুলো নিয়মের সমষ্টি, যেগুলো দ্বারা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয়, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী এবং সকল প্রতিষ্ঠানসমূহের সাথে রাষ্ট্রসমূহের ও ব্যক্তির সম্পর্ক ও দায়িত্ব-কর্তব্য নিয়েও আলোচনা করে।
আন্তর্জাতিক আইনের উৎস তিনটি। যা হলো- চিরাচরিত প্রথা, যুক্তি এবং সম্মতি।
No comments:
Post a Comment