Thursday, June 1, 2023

জাতীয় শক্তি -- মোঃ হেলাল উদ্দিন

জাতীয় শক্তি:

কোন রাষ্ট্রের জাতীয় স্বার্থ সংরক্ষণ  এবং জাতীয় উদ্দেশ্য অর্জনের সকল প্রকার ক্ষমতা ও দক্ষতার যোগফল হলো জাতীয় শক্তি।

শক্তি বা ক্ষমতা এমন এক উপায় বিশেষ যা দ্বারা কোন রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি কার্যকর করে থাকে।


জাতীয় শক্তির প্রকার:

ক. সামরিক শক্তি,

খ. অর্থনৈতিক শক্তি,

গ. জনমতের শক্তি এবং

ঘ. কূটনৈতিক শক্তি প্রভৃতি।


জাতীয় শক্তির উপাদান:

ক. ভৌগলিক উপাদান- আয়তন, জলবায়ু, অবস্থান, ভূ-প্রকৃতি ইত্যাদি,

খ. জনসংখ্যা,

গ. প্রাকৃতিক সম্পদ, 

ঘ. সাংগঠনিক ও প্রশাসনিক উপাদান,

ঙ. সামরিক উপাদান,

চ. অর্থনৈতিক উপাদান,

ছ. কূটনৈতিক উপাদান,

জ. নেতৃত্ব,

ঝ. আন্তর্জাতিক অবস্থান এবং

ঞ. রাজনৈতিক কাঠামো ইত্যাদি।

No comments:

Post a Comment