গণতন্ত্র
সাধারণভাবে গণতন্ত্র বলতে এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বুঝায় যেখানে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিনিধিদের মাধ্যমে নিজেদেরকে শাসন করে।
C. F. Strong এর মতে, যেখানে শাসনব্যবস্থা শাসিতের সক্রিয় সম্মতির উপর প্রতিষ্ঠিত তাই গণতন্ত্র।
Seelay বলেছেন, গণতন্ত্র এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ রয়েছে।
Abraham Lincoln - এর মতে, "Democracy is a government of the people, by the people and for the people."
মোটকথা, যে শাসন ব্যবস্থায় ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই সমান সুযোগ-সুবিধা ভোগ করে এবং জনমতের ভিত্তিতে শাসনকার্য পরিচালিত হয় তাকে গণতন্ত্র বলা হয়।
গণতন্ত্রের সফলতার শর্তাবলি
Henry Maine বলেছেন, সকল প্রকার শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্র অত্যন্ত দুরুহ শাসনব্যবস্থা, এর সাফল্য কতকগুলো অত্যাবশ্যকীয় শর্ত পূরণের উপর নির্ভরশীল। শর্তসমূহ হলো-
1. গণতান্ত্রিক জনগণ
2. গণতান্ত্রিক পরিবেশ
3. গণতান্ত্রিক ঐতিহ্য
4. আইনের শাসন
5. ব্যাপক শিক্ষাব্যবস্থাঃ রুশো বলেছেন, "গণতান্ত্রিক রাষ্ট্রের সকলকেই একই সাথে শাসক ও শাসিতের দায়িত্ব পালন করতে হয়। শুধুমাত্র আনুগত্য প্রদর্শন করাই যথেষ্ট নয়, আনুগত্য যথার্থ কিনা তাও দেখতে হয়।"
6. জনহিতকর মানসিকতা
7. রাজনৈতিক সমাধান
8. সামাজিক সাম্য
9. অর্থনৈতিক সাম্যঃ Laski বলেছেন, "Political democracy is meaning less without economic democracy."
10. স্বাধীন গণমাধ্যম
11. একাধিক রাজনৈতিক দল
12. দায়িত্বশীল গণপ্রতিনিধি
13.জনগণের আস্থা অর্জনঃ অধ্যাপক গ্যাটেল বলেন, গণতন্ত্রের সাফল্য শাসকবৃন্দের দক্ষতা ও জনগণের সন্তুষ্টির মধ্যে নিহিত।
14. সহনশীলতা
15. লিখিত সংবিধান
16. ক্ষমতার বিকেন্দ্রীকরণ
17. স্বাধীন বিচার বিভাগ
18. উপযুক্ত নেতৃত্ব ইত্যাদি।
গণতন্ত্র কি? গণতন্ত্রের সফলতার শর্তাবলি সমূহ
No comments:
Post a Comment