A government ia a spokesman to the state. ---- Laski.
রাষ্ট্র একটি তত্ত্বগত বা বিমূর্ত ধারনা। কেননা এর কোন বাস্তব রুপ নেই। সরকার হলো রাষ্ট্রের রুপকার। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে প্রকাশ করে এবং উদ্দেশ্যকে কার্যকর করে। সরকারই রাষ্ট্রের ইচ্ছাকে আইনে পরিনত করে এবং আইনের সাহায্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করে।
সরকারের সংজ্ঞাঃ
যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সরকার বলে। অন্যভাবে বলা যায়, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীর সমষ্টিকে সরকার বলে।
উইলোবি বলেছেন, সরকার হলো একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে।
মোটকথা, রাষ্ট্রের ইচ্ছা, অনিচ্ছা, বিধি-নিষেধ সমূহ যে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয় তাকে সরকার বলে।
সরকারের শ্রেণি বিভাগঃ
প্রাচীনকাল থেকে সরকারকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন- হেরোডোটাসের মতে সরকারের তিনটি ধরন হলোঃ রাজতন্ত্র, ধনিকতন্ত্র এবং গণতন্ত্র।
প্লেটো তার রিপাবলিক গ্রন্থে তিনটি উত্তম এবং তিনটি বিকৃত রুপ সরকারের কথা বলেছেন। সরকারের উত্তম তিনটি রুপ হলোঃ রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং স্বাভাবিক গণতন্ত্র। আর সরকারের বিকৃত রুপ তিনটি হলোঃ স্বেচ্ছাচারতন্ত্র, ধনিকতন্ত্র এবং উগ্র গণতন্ত্র
এরিস্টটল সংখ্যানীতি ও উদ্দেশ্যনীতির ভিত্তিতে সরকারকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করেছেন। সংখ্যানীতিতে সরকার হলো একজনের শাসন, কয়েক জনের শাসন এবং অনেকের শাসন।
উদ্দেশ্যনীতির ভিত্তিতে সরকারের স্বাভাবিক এবং বিকৃত এই দুই রুপে সরকারকে ছয় ভাগে ভাগ করেছেন। স্বাভাবিক রুপে সরকার হলোঃ রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং মধ্যতন্ত্র। আর বিকৃত রুপে সরকার হলোঃ স্বৈরতন্ত্র, ধনীকতন্ত্র এবং গণতন্ত্র।
আধুনিক যুগেও রাষ্ট্রবিজ্ঞানীরা সরকারকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করেছেন। তারা সরকারকে প্রথমত তিন ভাগে ভাগ করেছেন। যথাঃ স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র এবং গণতন্ত্র।
স্বৈরতন্ত্রকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমনঃ রাজতন্ত্র, সামরিকতন্ত্র এবং অভিজাততন্ত্র।
একনায়কতন্ত্রকেও তিনটি ভাগে বিভক্ত করেছেন। যথাঃ ব্যক্তিগত, দলগত এবং শ্রেণিগত।
গণতন্ত্রও আবার দুই ধরনের। যথাঃ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র।
৩৩তম বিসিএস (নাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা
No comments:
Post a Comment