Wednesday, January 4, 2023

 যুক্তরাষ্ট্রীয় সরকার কি? যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তাবলি এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের সাম্প্রতিক প্রবণতা

 যুক্তরাষ্ট্রীয় সরকার

সাধারণভাবে, যুক্তরাষ্ট্রীয় সরকার এমন একটি নীতির উপর প্রতিষ্ঠিত এবং ক্ষমতা বিভক্ত করার এমন একটি পদ্ধতি যাতে কেন্দ্রীয় এবং অঙ্গরাজ্যের সরকার একই ক্ষেত্রে পরস্পর নির্ভরশীল এবং স্বাধীন।

Dicey - এর মতে, যুক্তরাষ্ট্রীয় সরকার এমন একটি রাজনৈতিক কৌশল যাতে জাতীয় সংহতির সাথে অঙ্গরাজ্য সরকারের অধিকারের সমন্বয় সাধন সম্ভব।

সুতরাং কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের নীতিমালার ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে।


যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তাবলি

K. C. Wheare বলেছেন, যুক্তরাষ্ট্রীয় সরকার কদাচিৎ দেখা যায়, কারন এর শর্ত সমূহ অনেক। যেমন-

যুক্তরাষ্ট্রীয় মনোবৃত্তিঃ Dicey মিলিত হবার ইচ্ছাকে যুক্তরাষ্ট্রের সফলতার প্রথম শর্ত বলে উল্লেখ করেছেন।

  1. ভৌগলিক সংলগ্নতা,
  2. জাতীয়তাবোধের সুদৃঢ় বন্ধন,
  3. অঙ্গরাজ্যের সমতা,
  4. সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের সমতা,
  5. গণতান্ত্রিক পরিবেশ,
  6. আইনের প্রতি শ্রদ্ধা,
  7. রাজনৈতিক সচেতনতা,
  8. সুস্থ দল ব্যবস্থা,
  9. সংবিধানের প্রাধান্য,
  10. লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান,
  11. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা,
  12. স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ,
  13. আর্থিক সামর্থ্য,
  14. যোগ্য নেতৃত্ব ইত্যাদি।

 

যুক্তরাষ্ট্রীয় সরকারের সাম্প্রতিক প্রবণতা

অনেকের মতে, কেন্দ্রীয় সরকারের দ্রুত ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রীয় সরকার ক্রমশ এককেন্দ্রিক সরকার হতে চলেছে। তাই সঙ্গত কারনেই বলা হয়ে থাকে যে, সর্বত্রই এককেন্দ্রিক প্রবণতা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিদ্যমান। সাম্প্রতিক এই প্রবণতার কারন সমূহের মধ্যে রয়েছে-

  1. যুদ্ধ ও যুদ্ধের ভীতি,
  2. অর্থনৈতিক মন্দা,
  3. সামাজিক কার্যাবলীর প্রসার,
  4. শিল্প ও পরিবহণ ব্যবস্থায় যান্ত্রিক বিপ্লব,
  5. আঞ্চলিক সরকারের ব্যর্থতা ইত্যাদি। 

 

 যুক্তরাষ্ট্রীয় সরকার কি? যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্তাবলি এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের সাম্প্রতিক প্রবণতা 

-- মোঃ হেলাল উদ্দিন 

No comments:

Post a Comment