Correction বা ভুল সনাক্তকরণ ও সংশোধনের জন্য নিচে প্রদত্ত নিয়মগুলো আয়ত্ত করলে পরীক্ষায় উত্তর প্রদানে সহায়ক হবে।
- Sentence এর headword- singular হলে verb ও singular হবে, headword-plural হলে verb ও plural হবে। যেমনঃ There are a book on the table. (is), There is two book on the table. (are)
- Everyone, everybody, someone, somebody, none, no one, nobody- শব্দগুলো grammartically singular এবং এদের পরে verb সব সময় singular হবে। যেমনঃ Nibody like a liar. (likes)
- সাধারণত and দ্বারা যুক্ত দুই বা ততোধিক noun/pronoun কে plural subject ধরা হয় এবং এর পরের verb টি ও plural হয়। যেমনঃ Rahim and Karim is playing. (are)
- Or, nor, but দ্বারা যুক্ত দুই বা ততোধিক noun/pronoun থাকলে সর্বশেষ noun/pronoun অনুসারে verb বসে। যেমনঃ You and I were there. (was) তবে দুটো noun/pronoun এর মধ্যে একটি singular ও অন্যটি plural হলে singular টি আগে ও plural টি পরে বসে এবং পরেরটি অনুসারে verb হবে। যেমনঃ Neither the stars nor the moon was visible. (were)
- সময়, ওজন, বয়স, পরিমাণ, দূরত্ব ইত্যাদি plural হলে ও verb টি সাধারণত singular হবে। যেমনঃ Sixty miles are a long distance. (is)
- Each, every, no, more than one, none/no one ইত্যাদি subject বা subject এর অংশ হলে এদের পরের verb টি singular হবে। আবার each of (the), one of (the), either of (the), neither of (the), none of (the) ইত্যাদির পরে noun/pronoun- plural হবে, তবে verb টি singular হবে। যেমনঃ Each girl have got a prize. (has), One of them are going. (is)
- Infinitive, gerund, clause ইত্যাদি বাক্যের subject থাকলে ঐ subject টি 3rd person singular হবে এবং verb টি ও singular হবে। যেমনঃ To tell a lies are great sin. (is)
- As well as, with, along with, together with, accompanied by, and+no/not ইত্যাদি দ্বারা যুক্ত দু’টি noun/pronoun এর ক্ষেত্রে প্রথম noun/pronoun অনুসারে verb টি বসে। যেমনঃ Nipu as well as her brother are good. (is)
- And দ্বারা যুক্ত একাধিক noun যদি একই বস্তু বা ভাব নির্দেশ করে তবে subject ও verb উভয়টি singular হবে। যেমনঃ Slow and steady win the race. (wins)
- Collective noun এর পরে singular verb বসে। কিন্তু বিচ্ছিন্নতা বা ভিন্নতা বুঝালে plural verb হয়। যেমনঃ The jury are giving its verdict today. (is), The jury was divided into two groups. (were),
- Many a/an এর পরে noun ও verb উভয়ই singular হয়, কিন্তু Many এর পরে noun ও verb উভয়ই plural হয়। যেমনঃ Many a rich men live here. (man lives)
- Relative pronoun এর পরের verb টি সাধারণত Relative pronoun এর ঠিক পূর্বের noun/pronoun অনুসারে বসে। যেমনঃ It is I who is responsible. (am)
- And দ্বারা যুক্ত দু’টি পদ আলাদা দুইজন ব্যক্তিকে নির্দেশ করলে দু’টি পদের পূর্বেই the বসে এবং পরের verb টি plural হয়। একই ব্যক্তিকে নির্দেশ করলে শুধু প্রথমটির পূর্বে the বসে এবং verb টি singular হবে। যেমনঃ The Headmaster and the secretary of our school was present. (were), The magistrate and judge were present. (was)
- Some, both, all, many, a few ইত্যাদির পরে countable noun বসে এবং verb টি plural হয়। তবে much, a little এর পরে, এমন কি পরিমাণ বুঝালে some এবং all এর পরেও uncountable noun/pronoun এবং singular verb বসে। যেমনঃ Both the boy is guilty. (boys are), A little water are left in the glass. (is)
- Information, scenery, machinery, advice, furniture, news, poetry, issue, brick, hair, luggage, politics, etics, civics, the USA ইত্যাদি সাধারণত singular হিসাবে ব্যবহৃত হয়। যেমনঃ The scenery of Bangladesh are charming. (is)
- Deer, sheep, cannon, innings, salmon ইত্যাদি শব্দের singular ও plural একই হয়। যেমনঃ They had five deers. (deer)
- People, cattle, vegetables, goods, circumstance, marks, pains, studies, quarters, scissors, letters, out of sorts, with flying colors, no bounds ইত্যাদি সাধারণত plural হয়। যেমনঃ Cattle is grazing in the field. (are)
- ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি one এর বেশি দ্বিতীয়টির সাথে ‘s’ যোগ হয়, কিন্তু প্রথমটি one হলে দ্বিতীয়টির সাথে ‘s’ যোগ হয় না। এই ভগ্নাংশের পরে noun singular হলে verb singular এবং noun plural হলে verb plural হয়। যেমনঃ Two-third of the mango is rotten. (thirds), One-third of the mangoes is rotten. (are)
- Senior, junior, superior, inferior, prefer, prior positive superlative degree than ‘to’ Nipu is more senior than Marufa. (senior to)
- Unique, chief, golden, unanimous, idel, perfect প্রভৃতি adjective সাধারণত positive degree তে ব্যবহৃত হয়, comparative বা superlative degree তে ব্যবহৃত হয় না। যেমনঃ This is the most unique case. (a unique)
- Both, all, such, what, half, quite ইত্যাদি কোন noun কে এবং As, so, too, how ইত্যাদি কোন adjective কে modify করলে এদের পরে article বসে। যেমনঃ Half loaf is better than no loaf. (Half a loaf), How a beautiful bird it is! (beautiful a)
- সময় বোঝাতে সাধারণত পূর্ণ ঘন্টার পরে O’clock বসে। কিন্তু অপূর্ণ ঘন্টা বোঝালে বা strick verb এর পরে o’clock/hours বসে না। যেমনঃ We shall go by 3 bus. (3 o’clock), I shall start by 4:10 o’clock train. (4:10)
- See, find, watch, notice, hear, make ইত্যাদি transitive verb এর object এর পরে infinitive ‘to’ active voice এ বসে না কিন্তু passive voice এ বসে। যেমনঃ I saw him to go. (go)
- Die, arrive, apologies, atone, coincide, compete, consent, converge, decay, depend, occur, belong, consist, appeal ইত্যাদি verb গুলো intransitive হিসাবে ব্যবহৃত হয়। ফলে এদের passive voice হয় না। যেমনঃ His father was died last year. (died)
- Stop, finish, prefer, avoid, like ইত্যাদি transitive verb এর পরে infinitive না বসে gerund (verb+ing) বসে। যেমনঃ I cannot avoid to do it. (doing)
- Prohibit, desist, refrain, abstain, exempt, debar, hinder, prevent ইত্যাদি verb এর পরে from+gerund বসে। যেমনঃ They should refrain to go out. (from going)
- Persist, excel, assist, succeed, correct, mistake ইত্যাদি শব্দের পরে in+gerund বসে। যেমনঃ I succeed to solve the problem. (in solving)
- সাধারণত With a view to, look forward to, used to, addicted to ইত্যাদির পরে এবং অন্যান্য preposition এর পরে verb+ing বসে। যেমনঃ The man was addicted to gamble. (to gambling)
- Agree, appear, arrange, ask, claim, consent, decide, demand, deserve, expect, forget, hope, learn, manage, mean, need, offer, plan, prepare, refuse, want ইত্যাদি verb গুলোর পরে to+verb এর base form বসে। যেমনঃ We need learning the point. (to learn)
- Sign, concern, confuse, describe, announce, attack, enter, love, request, resemble, discuse, resign, join, recommend, violet, investigate, inform, meet, ascend, answer, order, contradict ইত্যাদি transitive verb এর পরে preposition না বসে সরাসরি object বসে। যেমনঃ We discussed about the matter. (discussed)
(মোঃ হেলাল উদ্দিন, ৩৩ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা)
Good Job.
ReplyDelete