English language এ changing words একটি উল্লেখযোগ্য। এ পদ্ধতিতে মূলত affix ব্যবহার করা হয়। Affix তিন প্রকার। যথাঃ
i. Prefix
ii. Suffix
iii. Infix
Base word এর পুর্বে/পরে prefix/suffix ব্যবহার করে নতুন word তৈরী করা হয়।
Verb তৈরীর কৌশল
Ø “En” prefix যুক্ত করে Adjective/Noun- কে Verb করা যায়। যেমনঃ Able=Enable, Dear=Endear, List=Enlist etc.
Ø “en” কে suffix হিসাবে ব্যবহার করেও Adjective/Noun কে Verb- এ পরিণত করা যায়। যেমনঃ Deep=Deepen, Weak=Weaken, Sweet=Sweeten etc.
Ø “Be” prefix যুক্ত করে Adjective/Noun- কে Verb করা যায়। যেমনঃ Friend=Befriend, Fit=Befit etc.
Ø Noun/Adjective এর পরে ‘fy/ify suffix’ যোগ করে Verb করা যায়। যেমনঃ Beauty=Beautify, Just=Justify, Pure=Purify etc.
Ø Noun/Adjective এর পূর্বে ‘em/im prefix’ যোগ করে Verb করা যায়। যেমনঃ Bitter=Embitter, Power=Empower etc.
Ø Noun/Adjective এর পরে ‘ise/ize suffix’ যোগ করে Verb করা যায়। যেমনঃ Civil=civilize, Legal=Legalise, Memory=Memorise etc.
Noun তৈরীর কৌশল
Ø কতিপয় Verb এর পর “ment” suffix যোগ করে Noun করা যায়। যেমনঃ Achieve=Achievement, Agree=Agreement etc.
Ø কোন Verb এর শেষে t/te থাকলে ঐ Verb এর পর ion বসিয়ে Noun করা যায়। এ ক্ষেত্রে te থাকলে e- কে উঠিয়ে ion বসাতে হয়। যেমনঃ Allocate=Allocation, Collect=Collection etc.
Ø Verb এর শেষে de থাকলে de কে উঠিয়ে sion/tion/ssion বসিয়ে Noun করা যায়। যেমনঃ Decide=Decision, Accede=Accession etc.
Ø Verb এর শেষে অবস্থিত it/ve/se/y এর পরিবর্তে al বসিয়ে Noun করা যায়। যেমনঃ Approve=Approval, Remove=Removal etc.
Ø যে সমস্ত Verb এর শেষে se/ze থাকে সে সমস্ত verb কে Noun করার সময় শেষের e- কে বাদ দিয়ে ation বসাতে হয়। যেমনঃ Realise=Realisation, Civilise=Civilisation etc।
Ø যে সমস্ত Verb এর শেষে fy থাকে সে সমস্ত verb কে Noun করার সময় শেষের y- কে বাদ দিয়ে ication/action বসাতে হয়। যেমনঃ Purify=Purification, Verify=Verification etc.
Ø Verb এর শেষে end থাকলে d কে উঠিয়ে tion/sion বসিয়ে Noun করা যায়। যেমনঃ Attend=Attention, Extend=Extension etc.
Ø যে সমস্ত Verb এর শেষে eed থাকে সে সমস্ত verb কে Noun করার সময় শেষের ed- কে বাদ দিয়ে ss বসাতে হয়। যেমনঃ Exceed=Excess, Succeed=Success etc.
Adjective তৈরীর কৌশল
Ø যে সমস্ত Noun এর শেষে ent/ce/se থাকে সেই সমস্ত Noun এর শেষে al বসিয়ে Adjective করা যায়। উল্লেখ্য, ce/se এর ক্ষেত্রে e কে বাদ দিয়ে al বসাতে হয়। যেমনঃ Element=Elemental, Clinic=Clinical etc.
Ø কতিপয় Noun এর পরে ful যোগ করে adjective করতে হয়। যেমনঃ Duty=Dutiful, Power=Powerful etc.
Ø যে সমস্ত Noun এর শেষে ce/cy থাকে সেই সমস্ত Noun কে Adjective করার সময় ce/cy এর পরিবর্তে শেষে t যোগ করতে হয়। যেমনঃ Absence=Absent, Urgency=Urgent etc.
Ø কতিপয় Noun এর পরে able/ible যোগ করে adjective করতে হয়। যেমনঃ Choice=Choiceable, Response=Resposible etc.
Ø অধিকাংশ Common Noun এর পরে ly যোগ করে adjective গঠন করা যায়। যেমনঃ Friend=Friendly, Love=Lovely etc.
Ø কিছু Proper Noun এর পরে an/ian/vian/ese/I যোগ করে adjective করা হয়। যেমনঃ India=Indian, Canada=Canadian etc.
৩৩ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা
No comments:
Post a Comment