Friday, March 26, 2021

Re-arrange Sentence

কোন sentence এর মধ্যে এলোমেলো word গুলোকে গঠনানুসারে বিন্যাস্ত করাই হলো Re-arrange of sentenceএলোমেলো শব্দাবলি সাজিয়ে বাক্য তৈরীর কিছু নিয়ম হলোঃ

1.       Subject + transitive verb + Objective + Extension

2.      Subject + Verb + Objective + relative pharases

3.      Relative pharases + subject + verb + object + extension ইত্যাদি।

  •  Auxiliary verb যুক্ত sentence থাকলে তার গঠন হবে Subject + A/V + বাক্যের অর্থানুসারে sentence বাকী অংশ। যেমনঃ Population is an asset of a country.
  • Main verb যুক্ত sentence এর ক্ষেত্রে Subject + Verb + object + বাক্যের অর্থানুসারে sentence বাকী অংশ। যেমনঃ She gave me wrong information.
  • Does not/ do not/ did not যুক্ত sentence হলে তার গঠন হবে Subject + Does not/ do not/ did not + verb + object + বাক্যের অর্থানুসারে sentence বাকী অংশ। যেমনঃ Karim does not go to school regularly.
  • Sentence এ সময় বোধক word থাকলে তা sentence এর শেষের দিকে যাবে। যেমনঃ Rahim was born in 1990.
  • Once upon a time, Sometimes, One day, at that time, now, During that period/time, there, in those day, long ago, However, by the by, then, moreover…. এই শব্দগুলো বাক্যের মধ্যে থাকলে তা sentence এর প্রথমে বসবে + Subject + verb + object + বাক্যের অর্থানুসারে sentence বাকী অংশ। যেমনঃ There are many causes of population growth. 

 (মোঃ হেলাল উদ্দিন, ৩৩ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা)

No comments:

Post a Comment