Sunday, March 14, 2021

Sentence বা বাক্য

 

The sentence is a group of words which makes complete sense (বাক্য হলো কতগুলো শব্দের সমষ্টি যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে।)

প্রতিটি বাক্য একটি Subject একটি Predicate সমন্বয়ে গঠিত। Subject হলো বাক্যের সেই অংশ যাতে আলোচ্য ব্যক্তির বা বস্তুর উল্লেখ থাকে আর Predicate হলো সেই অংশ যাতে ব্যক্তি বা বস্তু সর্ম্পকে কিছু বলা হয়। প্রতিটি Predicate এর একটি Verb থাকে।

বাক্যের কাজ অনুযায়ী Sentence কে পাঁচ ভাগে ভাগ করা যায়-

) Assertive Sentence: ধরনের বাক্য কোন কিছুর বর্ণনা করে। যেমন- I am a student. Honesty is the best policy.

2) Interrogative Sentence: বাক্য কোন বাক্য প্রশ্ন উত্থাপন করে। যেমন- Where do you live? How are you?

3) Imperative Sentence: বাক্য কোন আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ নির্দেশ করে। যেমন- Come here, Open the door.

4) Optative Sentence: বাক্য ইচ্ছা বা প্রার্থনা নির্দেশ করে। যেমন- May you live long, God bless you.

5) Exclamatory Sentence: বাক্য তীব্র আবেগ বা অনুভূতি প্রকাশ করে। যেমন- How beautiful she is!

 

এই পাঁচ ধরনের বাক্য আবার দুই রুপে হতে পারে- ) Affirmative (হ্যাঁ-সূচক) ) Negative (না-সূচক)

 

গঠনগত দিক থেকে Sentence তিন প্রকার-

) Simple Sentence: ধরনের বাক্যে কেবল একটি Independent clause থাকে এবং কোন dependent clause থাকে না। যেমন- The sun rises in the East.

2) Compound Sentence: ধরনের বাক্যে দুই বা ততোধিক Independent clause থাকে এবং কোন dependent clause থাকে না। বাক্যে দুইটি Subject দুইটি Finite verb থাকে। যেমন- She wanted to help him, but he refused.

3) Complex Sentence: বাক্যে একটি Independent clause এবং এক বা একাধিক dependent clause থাকে। যেমন- While Ratan kept guard, I climbed up the tree.

 

Basic Sentence Patterns:

1)      Subject + Intransitive verb

Ex- Birds fly

2)      Subject + Linking verb + Complement (Noun/Adjective)

Ex- She looks pretty

3)      Subject + Passive verb

Ex- This play was written last year.

4)      Subject + Transitive verb + Object

Ex- We enjoyed the film

5)      Subject + Vt + Indirect Object + Direct Object

Ex- I gave him a book.

6)      Subject + Vt + Object + Complement + (Noun/Adjective)

Ex- We elected him our captain.

7)      There + Be verb + Subject

Ex- There are fifty students in this class.

(মোঃ হেলাল উদ্দিন, ৩৩ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা)


No comments:

Post a Comment