The sentence is a group of words which makes complete sense (বাক্য হলো কতগুলো শব্দের সমষ্টি যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে।)
প্রতিটি বাক্য একটি Subject ও একটি Predicate সমন্বয়ে গঠিত। Subject হলো বাক্যের সেই অংশ যাতে আলোচ্য ব্যক্তির বা বস্তুর উল্লেখ থাকে আর Predicate হলো সেই অংশ যাতে ঐ ব্যক্তি বা বস্তু সর্ম্পকে কিছু বলা হয়। প্রতিটি Predicate এর একটি Verb থাকে।
বাক্যের কাজ অনুযায়ী Sentence কে পাঁচ ভাগে ভাগ করা যায়-
১) Assertive Sentence: এ ধরনের বাক্য কোন কিছুর বর্ণনা করে। যেমন- I am a student. Honesty is the best policy.
2) Interrogative Sentence: এ বাক্য কোন বাক্য প্রশ্ন উত্থাপন করে। যেমন- Where do you live? How are you?
3) Imperative Sentence: এ বাক্য কোন আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ নির্দেশ করে। যেমন- Come here, Open the door.
4) Optative Sentence: এ বাক্য ইচ্ছা বা প্রার্থনা নির্দেশ করে। যেমন- May you live long, God bless you.
5) Exclamatory Sentence: এ বাক্য তীব্র আবেগ বা অনুভূতি প্রকাশ করে। যেমন- How beautiful she is!
এই পাঁচ ধরনের বাক্য আবার দুই রুপে হতে পারে- ১) Affirmative (হ্যাঁ-সূচক) ২) Negative (না-সূচক)
গঠনগত দিক থেকে Sentence তিন প্রকার-
১) Simple Sentence: এ ধরনের বাক্যে কেবল একটি Independent clause থাকে এবং কোন dependent clause থাকে না। যেমন- The sun rises in the East.
2) Compound Sentence: এ ধরনের বাক্যে দুই বা ততোধিক Independent clause থাকে এবং কোন dependent clause থাকে না। এ বাক্যে দুইটি Subject ও দুইটি Finite verb থাকে। যেমন- She wanted to help him, but he refused.
3) Complex Sentence: এ বাক্যে একটি Independent clause এবং এক বা একাধিক dependent clause থাকে। যেমন- While Ratan kept guard, I climbed up the tree.
Basic Sentence Patterns:
1) Subject + Intransitive verb
Ex- Birds fly
2) Subject + Linking verb + Complement (Noun/Adjective)
Ex- She looks pretty
3) Subject + Passive verb
Ex- This play was written last year.
4) Subject + Transitive verb + Object
Ex- We enjoyed the film
5) Subject + Vt + Indirect Object + Direct Object
Ex- I gave him a book.
6) Subject + Vt + Object + Complement + (Noun/Adjective)
Ex- We elected him our captain.
7) There + Be verb + Subject
Ex- There are fifty students in this class.
(মোঃ হেলাল উদ্দিন, ৩৩ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা)
No comments:
Post a Comment