Capitalization- এর সাধারণ নিয়মাবলীঃ
1) প্রত্যেক Sentence এর প্রথম word টি Capital Letter দিয়ে শুরু করতে হয়। যেমনঃ The rich are not always happy.
2) ইংরেজি কবিতার প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ Long after it was headr no more.
3) Proper noun এবং Proper adjective এর প্রথম Letter টি Capital Letter হয়। যেমনঃ I met Aslam yesterday.
4) বার, মাস, পর্ব ও বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম Letter টি Capital Letter হয়। যেমনঃ My father came home on Monday last. The Battle of Palassey took place in 1757 A.D.
5) Pronoun ‘Í’ এবং Interjection সর্বদাই Capital Letter হয়। যেমনঃ If he wants, I shall help him. Bless me O God.
6) উপাধি, পদবীর প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ Alexander, The Great, invaded India.
7) উপাধি বা তাদের Abbreviation সব সময় Capital Letter হয়। যেমনঃ B.A, M.P
8) Quotation এর প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ The Headmaster said to the student, “You should obey your parents”.
9) চিঠিপত্রের সম্বোধনে Capital Letter হয়। যেমনঃ My Dear Mother.
10) পুস্তাক বা পত্রিকার নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ The Quran, The Observer.
11) ব্যবসায়, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি ও দলের নামের প্রত্যেক Word এর প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ Dhanmondi Girls High School.
12) শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত ভাষা সংক্রান্ত বিষয় সমূহের প্রথম Capital Letter অক্ষর হয়। যেমনঃ English, Bangli। কিন্তু অন্য বিষয়ের ক্ষেত্রে Small Letterহয়। যেমনঃ physics, chemestry। তবে Subject in Examination বুঝাতে ভাষা ছাড়া বিষয়ের ক্ষেত্রে Capital Letter হয়। যেমনঃ He passed in History but failed in Mathmatics.
13) জাহাজ, বিমান, ট্রেন ও বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ The Titanic, Mohanagar Express.
14) জাতি, ধর্ম, সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ The Muslim, The Sunni.
15) দিক বোঝাতে প্রথম Small Letter অক্ষর হয়, কিন্তু দিক যখন ভৌগোলিক Region, Area এর Subtitute হিসাবে বসে তখন তাদের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ He spent his whole life in the East.
16) আল্লাহর নাম বাচক শব্দের এবং তার পরিবর্তে ব্যবহৃত Pronoun এর প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ The old sailor prayed to God and He blessed him.
17) অচেতন পদার্থকে পদার্থ হিসাবে ব্যবহার করলে তার প্রথম Capital Letter অক্ষর হয়। যেমনঃ Death! Where is the icy hand.
18) বিশেষ ব্যক্তির উল্লেখের ক্ষেত্রে Capital Letter হয়। যেমনঃ General Ershad.
Punctuation এর সাধারণ নিয়মাবলীঃ
লেখকের মনের ভাব স্পষ্টভাবে প্রকাশের জন্য লিখিত Sentence এর ভিতরে বা শেষে যে সমন্ত বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় তাকে Punctuation Marks বা বিরতি চিহ্ন বলে। ইংরেজি বাক্যে ব্যবহৃত প্রধান প্রধান Punctuation Marks হলোঃ
v Full stop (.) এটা দীর্ঘ বিরতির জন্য ব্যবহার হয়।
i) Assertive sentence, imperative sentence এবং optative sentence এর শেষে full stop বসে। যেমনঃ I am a student, Read attentively, May you shine in life.
ii) Abbreviation এবং initials এর পরে full stop বসে। যেমনঃ Prof. M.R. Islam, M.A.
v Comma (,) এটা স্বল্প বিরতির জন্য ব্যবহার হয়।
i) একই Parts of speech এর অন্তর্ভুক্ত তিন বা ততোধিক word পাশাপাশি থাকলে and দ্বারা যুক্ত word ব্যতীত অন্যগুলোর পরে comma বসে। যেমনঃ Dhaka, Khulna, Barishal and Sylhet are four divisions of Bangladesh.
ii) And দ্বারা যুক্ত প্রত্যেক শব্দযুগলকে comma দ্বারা পৃথক করা হয়। যেমনঃ High and low, rich and poor must all die.
iii) Tag question- এর ক্ষেত্রে statement- এর পরে এবং question- এর পূর্বে comma বসে। যেমনঃ Birds fly, don’t they.
iv) Case in apposition- এর উভয় পাশে comma বসে। যেমনঃ Mr Khan, a professor of English, lives in Magura.
v) Vocative case বাক্যের শুরুতে থাকলে এর পরে, মাঝে থাকলে এর উভয় পাশে এবং শেষে থাকলে এর পূর্বে comma বসে। যেমনঃ Father, pray for me. Tell me, my friends, what I can do. Be careful, girls.
vi) Introductory Yes বা No- কে মূল বাক্য থেকে আলাদা করতে comma বসে। যেমনঃ Yes, I will come.
vii) Direct speech- এ reporting verb টি quotation এর পূর্বে থাকলে quotation- এর পুর্বে, দুই quotation- এর মাঝে থাকলে reporting verb- এর উভয় পাশে এবং quotation- এর পরে থাকলে quotation- এর পরে closing inverted comma- এর আগে comma বসে। যেমনঃ Rahim said, “I am well.”, “I shall come back,” said Rahim, “and see you.”, “I have read the book,” said the girl.
v Semicolon (;) Comma অপেক্ষা বেশি এবং full stop অপেক্ষা কম বিরতির জন্য ব্যবহার হয়।
i) Co-ordinating Conjunction সমূহে যখন conjunction বাদ দেয় semicolon বসে। যেমনঃ United we stand; divided we fall.
ii) Therefore, yet, then, however, so, otherwise, still ইত্যাদি conjunction দ্বারা যুক্ত co-ordinate clause গুলো বিপরীত অর্থ প্রকাশ করলে semicolon বসে। যেমনঃ Arju did not study; so, he failed in the Examination.
v Colon (:) Semicolon অপেক্ষা দীর্ঘ বিরতি প্রকাশ করতে Colon বসে।
i) পূর্ববর্তী কোন sentence- এর বিষয়ে কোন উদ্ধৃতি, উদাহরণ ও ব্যাখ্যার পূর্বে colon বসে। যেমনঃ Kinds of voice: (1) Active, (2) Passive.
ii) Quatation- এর পূর্বে colon বসে। যেমনঃ The President said: “Depelopment is impossible without honesty.”
iii) বক্তা এবং উদ্ধৃতিকে আলাদা করার জন্য বক্তার পরে colon বসে। যেমনঃ Mukul: Where are you going?
v Note of Interrogation (?) বা প্রশ্নবোধক চিহ্নঃ সরাসরি প্রশ্ন নির্দেশ করে এমন বাক্যের পরে question mark বসে। এছাড়া অনিশ্চিত কোন বিষয় বুঝাতে বন্ধনীর মধ্যে question mark বসে। যেমনঃ Are you Good?, He earns Tk. 10,000 (?) per month.
v Note of Exclamation (!): কোন word বা sentence ভয়, বিস্ময়, উল্লাস, বিষাদ, আকস্মিক ভাবাবেগ বুঝালে ঐ word বা sentence এর পরে note of exclamation বসে। যেমনঃ Hurrah! We have won the game.
v Inverted Commas/Quotation Marks (“ ”), (‘ ’):
i) Reported speech এর পূর্বে ও পরে inverted comma বসে। যেমনঃ “Are you hungry” said the man.
ii) কোন বইয়ের উদ্ধৃতি, কোন গল্প, কবিতা বা বক্তব্যের অংশ বিশেষের উভয় পাশে Single inverted comma বসে। যেমনঃ ‘To be or not to be that is the question’ (Hamlet)
v Apostrophe (’)
i) কোন word এর letter বা letters এর বিলোপ নির্দেশ করতে এ চিহ্ন বসে। যেমনঃ Can’t, o’clock (of the clock).
ii) Possessive case of noun- এর ‘s’ এর পূর্বে apostrophe বসে। যেমনঃ Rahim’s Father, Maria’s Book.
iii) দোকানের নামের ক্ষেত্রে, তারিখের সংখ্যার ক্ষেত্রে apostrophe বসে। যেমনঃ Grocer’s, ’96 (instead of 1996)
v Dash (∑): আকস্মিক থেমে যাওয়া বা চিন্তার পরিবর্ত বোঝাতে; Sentence এর মধ্যে কোন অসংলগ্ন অংশ ঢুকাতে উহার আগে ও পরে Dash বসে। যেমনঃ All Men∑both rich and poor will die.
v Hyphen (-)
i) দুই বা ততোধিক word যুক্ত করে compound word গঠন করতে Hyphen বসে। যেমনঃ Brother-in-law, built-in.
ii) ছত্রের শেষে কোন লেখা সম্পূর্ণ না হলে Hyphen বসে। যেমনঃ I have a sis-
ter.
iii) সংখ্যা ও ভগ্নাংশের ক্ষেত্রে, যখন কোন সংখ্যা noun বা adjective এর সাথে যুক্ত হয় তখন hyphen বসে। যেমনঃ Thirty-six, a five-day tour.
iv) যখন কোন compound word ‘non’ বা ‘self’ দ্বারা শুরু হয়/ যখন কোন compound word এর দ্বিতীয় অংশ capital letter দ্বারা শুরু হয় তখন hyphen বসে। যেমনঃ self-reliant, anti-Indian.
v Brackets ( )
i) ব্যাখ্যা করে বোঝাতে এ চিহ্ন বসে। The Second World War (1939-1945) involved many nations.
ii) Sentence বা passage এর সংখ্যা (number) এবং অক্ষর বা বর্ণ (letter) কে বেষ্টিত করে এ চিহ্ন বসে।
No comments:
Post a Comment