Wednesday, March 31, 2021

নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা

 পৃথিবীতে নারীর অবস্থান প্রায় পুরুষের সমান। কাউকে বাদ দিয়ে কারো অস্তিত্ব কল্পনা প্রায় অসম্ভব। কিন্তু নারীর এই অবদান সত্ত্বেও তারা অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত। তাদের এই বঞ্চনার হাত থেকে রক্ষার জন্য জাতিসংঘ নানা কর্মসূচি গ্রহণ করেছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে নারীর উন্নয়নে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে, তাহলো-

১। নারীর মর্যাদা সংক্রান্ত কমিশন গঠনঃ জাতিসংঘ ১৯৪৮ সালে নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা সম্পর্কিত কমিশন গঠন করে।

২। নারী পাচারের বিরুদ্ধে উদ্যোগঃ জাতিসংঘ ১৯৪৯ সালে মানুষ পাচার দমন ও পতিতাবৃত্তির মাধ্যমে শোষণের অবসানের জন্য সনদ অনুমোদন করে।

৩। সমান মজুরি নির্ধারণঃ জাতিসংঘ ১৯৫১ সালে নারী-পুরুষের সমান কাজের জন্য সমান মজুরি নির্ধারণের জন্য আই এল ও সনদ স্বাক্ষর করে। এর ফলে বিশ্বে নারী-পুরুষ সমান মজুরি লাভের অধিকারি হয়।

৪। রাজনৈতিক ও ভোটাধিকারঃ জাতিসংঘ ১৯৫২ সালে নারীর রাজনৈতিক অধিকার অনুমোদন করে। এ সনদে প্রথমবারের মতো নারীর ভোটাধিকারের স্বীকৃতি লাভ করে।

৫। জাতীয়তা সম্পর্কিত সনদঃ জাতিসংঘে ১৯৫৭ সালে নারীর জাতীয়তা সম্পর্কিত সনদ গৃহিত হয়। এ সনদে স্বামীর কার্যক্রম নির্বিশেষে নারীর জাতীয়তা সংরক্ষণ বা পরিবর্তন করার অধিকার প্রদান করা হয়।

৬। বিবাহ সম্পর্কিত অধিকারঃ জাতিসংঘ ১৯৬২ সালে বিবাহের ক্ষেত্রে সম্মতি, বিয়ের নূন্যতম বয়স ও বিয়ে রেজিস্ট্রিকরণ সম্পর্কিত সনদ অনুমোদন করে।

৭। ইউনেস্ক সনদ গৃহিতঃ বিশ্বব্যাপী বালিকা ও মহিলাদের শিক্ষা ক্ষেত্রে সমানাধিকার ও সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে ১৯৬২ সালে জাতিসংঘ সনদ গৃহিত হয়।

৮। নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ ঘোষণাঃ জাতিসংঘ ১৯৬৭ সালে নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণের পদক্ষেপ গ্রহণ করে এবং ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও) গৃহিত হয়।

৯। বিশ্ব নারী সম্মেলনঃ জাতিসংঘ ১৯৭৫ সালে বিশ্ব নারী সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে নারী উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। আজ পর্যন্ত বিশ্বে ৪টি বিশ্ব নারী সম্মেলন এবং অনেকগুলো কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

১০। নারী দশক ঘোষণাঃ জাতিসংঘ ১৯৭৫ সালকে আন্তর্জাতিক নারী বর্ষ এবং ১৯৭৬-৮৫ সময়কালকে নারী দশক হিসাবে ঘোষণা করে। এর মাধ্যমে নারীদের অগ্রগতি পর্যালোচনার কথা জোরালোভাবে চিন্তা করা হয়।

এভাবেই জাতিসংঘ তার প্রতিষ্ঠার পর থেকে নারীর উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়ে আসছে, যা এখনো চলমান আছে। এর ফলেই বর্তমান বিশ্বে নারীর অবস্থান অনেক উন্নত হয়েছে।

  (মোঃ হেলাল উদ্দিন, ৩৩ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা)

No comments:

Post a Comment