Number
ব্যক্তি বা বস্তুর সংখাকে Number বলে। Countable noun এর দুই ধরনের Number হয়।
a) Singular Number (একজন ব্যক্তি/একটিমাত্র বস্তু বুঝায়),
b) Plural Number (একাধিক ব্যক্তি বা বস্ত্য বুঝায়)।
ü Noun এর শেষে k, p, t, f থাকলে plural- এ যে s যোগ হয়, তার উচ্চারণ স (s) হয়। যেমনঃ Book-Books, Cat-Cats
ü Noun এর শেষে b, d, g, l, m, n, r, e, y, w, h থাকলে plural- এ যে s বা fe, es হয়, তার উচ্চারণ জ (z) হয়। যেমনঃ Arm-Arms, Baby-Babies.
ü Noun এর শেষে s, ch, j, বা z থাকলে plural- এ যে s বা es যোগ হয় তার উচ্চারণ ইজ (iz) হয়। যেমনঃ Glass-Glasses, House-Houses.
ü Noun এর plural- এ en থাকলে, তার উচ্চারণ ইন (in) হয়। যেমনঃ Ox-Oxen, Child-Children.
Gender
What in nature is called the difference of sex is in grammer called the difference of Gender.
There are four kinds of Gender
a) Nouns denoting male animals; Masculine Gender.
b) Nouns denoting female animals; Feminine Gender.
c) Nouns denoting animals of either sex; Common Gender.
d) Nouns denoting things without life; Neuter Gender.
Case
Noun এর সাথে sentence এর অন্য word এর সম্পর্ককে Noun এর Case বা কারক বলে।
Case চার প্রকার। যথা-
1) যখন কোন Noun/Pronoun কর্তা রুপে ব্যবহৃত হয় তখন তাকে Nominative case বলে।
2) যখন কোন Noun/Pronoun কর্ম রুপে ব্যবহৃত হয় তখন তাকে Objective case বলে।
3) Possessive case- এ অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায়। এটি ‘কার’ প্রশ্নের উত্তর দেয়।
4) Vocative case সম্বোধন পদের দ্বারা সম্নোধন বুঝায়। যেমনঃ Come here, Rahim।
v Nominative case পেতে ক্রিয়াকে ‘কে’ বা ‘কি’ দ্বারা প্রশ্ন করতে হয় এবং ক্রিয়াকে ‘কাকে’ বা ‘কি’ প্রশ্ন করলে Objective case পাওয়া যায়।
Person
বিভিন্ন Sentence এ verb এর ভিন্ন ভিন্ন subject কে Person বলে।
Person তিন প্রকার। যথাঃ
a) যে word দ্বারা আমি, আমরা ইত্যাদি বুঝায় তাই First Person। যেমনঃ I, We, Me, Us, My, Our.
b) যে word দ্বারা তুমি, তোমরা ইত্যাদি বুঝায় তাই Second person। যেমনঃ You, Your.
c) যে word দ্বারা First ও Second Person ব্যতীত অন্যান্যকে বুঝায় তাই Third Person। যেমনঃ He, She, Rahim, It etc.
No comments:
Post a Comment