Wednesday, March 17, 2021

Framing WH-Question

 WH- হলো কতোগুলো প্রশ্নবোধক শব্দ, যা দ্বারা সাধারণত প্রশ্ন করা হয়। WH শব্দগুলো হলো- What, Who, Which, Where, When, Why, Whose, Whom & How.

  •  WH-Question করার সময় বাক্যের 3rd person & 2nd person কোন পরিবর্তন হয় না। তবে 1st person সর্বদা 2nd person এ পরিবর্তিত হয়। যেমনঃ I=You, We=You, My=Your. 
  • Who (কে): কোন sentence এর subject তথা কাজটি কে করেছে জানতে Who দ্বারা question করতে হয়। (Who+Verb+Object). যেমনঃ Sohel did the work=Who did the work? 
  • Whom (কাকে): কাকে, কার সাথে, কার দ্বারা, কার প্রতি, কার জন্য জানতে  Whom দ্বারা question করতে হয়। (Whom+Auxiliary verb+Subject+verb+Extension). যেমনঃ He met the president there=Whom did he met there?, He resides with a friend=With whom does he reside? 
  • Whose (কার): কার অধিকারে আছেবা কে স্বত্বাধিকারীতা জানার জন্য Whose দ্বারা question করা হয়। Whose- এর পর সবসময় একটি Noun বসে। (Whose+Noun+A/V+Subject)যেমনঃ This is her book=Whose book is this? 
  • What (কী): কি, কেন, কোনটি, পেশা, বয়স, পছন্দ, সময়, দৈর্ঘ, প্রস্থ ইত্যাদি জানতে What দ্বারা question করা হয়। sentence- এর main verb যদি be verb হয়, তখন (What+Be verb+subject+Extension), Be verb না হয়ে অন্য verb হলে (What+A/V+subject+verb+Extension), What দ্বারা যদি subject কে প্রশ্ন করা হয় তখন (What+main verb+object) হয়যেমনঃ His name is Mr. Rahman=What is his name?, I like to drink coffee=What do you like to drink?, His result made me happy=What made you happy?   
  • Which (কোনটি): কোনটি জানার জন্য Which দ্বারা question করা হয়। which দ্বারা subject এবং object উভয় অংশকেই WH-Question করা যায়। গঠন হলো (Which+Noun+A/V+Subject+Verb+Extension) এবং which যদি subject পরিবর্তে বসে তখন (Which+Noun+Verb+Object) হয়। যেমনঃ I like the black shirt=Which shirt do you like? এবং Honesty is the best policy=Which the best policy? 
  • Where (কোথায়): স্থানকে নির্দেশ করে কিছু জানতে Where দ্বারা question করা হয়। গঠন (Where+A/V+Subject+Verb+Extension)যেমনঃ He works in Dhaka=Where does he work? এবং He is from London=Where is he from? 
  • When (কখন): সময় সম্পর্কে জানতে When দ্বারা question করা হয়। তখন (When+A/V+Subject+Verb+Extension) হয়। যেমনঃ The train started at 9 a.m=When did the train start? 
  • Why (কেন): কোন কারণ জানার জন্য Why দ্বারা question করা হয়। গঠন(Why+A/V+Subject+Verb+Extension)যেমনHe went to market to buy book=Why did he go to market? 
  • How (কেমন): কেমন, কিভাবে, কেমন করে প্রভৃতি জানতে How দ্বারা question করা হয়। গঠন (How+A/V+Subject+Verb+Extension) যেমনঃ They come to college by bus=How do they come to college? কত দূর= How far, কত দাম= How much, কত সংখ্যক= How many, কত সময়= How long, কত বয়স= How old, কত বার= How often, কত দ্রুত= How fast, etc জানতে How দ্বারা question করা হয়।

 

 (মোঃ হেলাল উদ্দিন, ৩৩ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা)

No comments:

Post a Comment