Monday, January 16, 2023

ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভবও নয়, বাঞ্ছনীয়ও নয়

 

ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভবও নয়, বাঞ্ছনীয়ও নয়
 
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রাষ্ট্রদর্শনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সমালোচকগণ মনে করেন, ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভবও নয়, এবং কাম্যও নয়।
 
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমালোচনায় J. S. Mill বলেন, সরকারের প্রতিটি বিভাগ যদি নিজ নিজ ক্ষেত্রে স্বতন্ত্র হয় তাহলে একে অপরের কাজে হস্তক্ষেপ করবে এবং রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হবে।
 
অধ্যাপক লাস্কি বলেন, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ যদি সম্পূর্ণ পৃথকভাবে কাজ করে তাহলে প্রত্যেক বিভাগের দায়িত্বশীলতা সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে। ফলে স্বতন্ত্র বিভাগগুলো পরস্পরের মধ্যে সংঘাত আনবে এবং সংঘাত থেকে বিপ্লব সৃষ্টি হবে।
 
MacIver বলেন, ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ করা হলে বিভিন্ন বিভাগের মধ্যে বিচ্ছিন্নতা ও অনৈক্যের সৃষ্টি হতে পারে।
 
এছাড়াও 'ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভবও নয়, এবং বাঞ্ছনীয়ও নয়' এর পক্ষে বিভিন্ন যুক্তি নিম্নে তুলে ধরা হলো-
  1. সরকারের বিভিন্ন বিভাগকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়।
  2. ক্ষমতার স্বতন্ত্রীকরণে রাষ্ট্র নিষ্প্রাণ হয়ে পরে।
  3. রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়।
  4. সরকার অখন্ড ও অবিচ্ছেদ্য।
  5. জনকল্যাণমূলক রাষ্ট্রের অনুপযোগী।
  6. পৃথকীকরণে দায়িত্বহীনতার জন্ম হয়।
  7. কর্মক্ষমতা হ্রাস পায়।
  8. সংসদীয় সরকার ব্যবস্থায় সম্ভব নয়।
  9. আইন বিভাগের প্রাধান্য বিদ্যমান।
  10. সরকার শুধু তিনটি বিভাগের মধ্য সীমাবদ্ধ নয়।
 

 ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভবও নয়, বাঞ্ছনীয়ও নয়

মোঃ হেলাল উদ্দিন

No comments:

Post a Comment