ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি
"When legislative and executive powers are united in the same person or the governing body, there can be no freedom. Nor is there freedom where the power to adjudicate is not separated from legislative power and the executive power." ---- Montesquieu
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে বুঝায় এমন এক ধরনের ব্যবস্থার প্রবর্তন যে ব্যবস্থার মধ্যে সরকারের তিনটি বিভাগ- আইন, শাসন ও বিচার বিভাগ তাদের নিজ নিজ গন্ডির আওতায় থেকে একে অপরের কাজে হস্তক্ষেপ না করে স্বতন্ত্রভাবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করে থাকে।
মোটকথা, যে ব্যবস্থায় সরকারের প্রতিটি বিভাগ স্বাধীনভাবে তাদের স্ব স্ব দায়িত্ব পালন করবে এবং কোন বিভাগ অপর কোন বিভাগের কার্যাবলির উপর হস্তক্ষেপ করতে পারেনা তাই হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উৎপত্তি
গ্রিক দার্শনিক Aristotle সর্বপ্রথম সরকারের ক্ষমতাকে বিভক্ত করে তাকে আলোচনামূলক, শাসন সংক্রান্ত এবং বিচারসংক্রান্ত এই তিন শ্রেণিতে বিভক্ত করেন এবং বলেন, "শাসন ব্যবস্থায় এই তিন ক্ষমতা একই ব্যক্তি বা ব্যক্তিবর্গের হাতে থাকলে শাসন কার্যের নিপুণতা হ্রাস পেতে পারে।"
মধ্যযুগে Marsilieo of Padua এ সম্পর্কে আলোচনা করে বলেন, শাসন ও আইন বিভাগের ক্ষমতা বিভক্ত হওয়া বাঞ্ছনীয়।
আধুনিককালে Jean Bodin, Jhon Locke এবং Montesquieu এ নীতি সম্পর্কে বিশাদ আলোচনা করেন এবং সরকারের তিন বিভাগকে আলাদা রাখার প্রতি গুরুত্বারোপ করেন।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির গুরুত্ব
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির রাজনৈতিক গুরুত্ব অনেক। কেননা ক্ষমতা স্বতন্ত্রীকরণের মাধ্যমে-
- স্বেচ্ছাচারিতা রোধ করা যায়।
- ব্যক্তি স্বাধীনতা রক্ষা হয়।
- সরকারের দক্ষতা বৃদ্ধি পায়।
- বিশেষজ্ঞ ব্যক্তির সৃষ্টি হয়।
- ভারসাম্য নীতির প্রবর্তন হয়।
- নাগরিক চেতনার বিকাশ ঘটে থাকে।
No comments:
Post a Comment